আওয়ার ইসলাম: করোনার টিকা গ্রহণকারীদের মধ্যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা গ্রহণ কর্মসূচি কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আনন্দঘন পরিবেশে টিকা কর্মসূচি শুরু হয়েছে। দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নিয়েছেন। অনেকে টিকা নিতেও আসছেন। এর মধ্য দিয়ে করোনার টিকা সংক্রান্ত সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, টিকা গ্রহণকারীরা সুস্থ আছেন, ভালো আছেন। কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর এখনো পাওয়া যায়নি। টিকা নিয়ে ভয় না পেয়ে সবাইকে টিকা গ্রহণেরও আহ্বান জানান।
পরে ঢাকা মেডিকেল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত থেকে আসা এই টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে খুবই কার্যকর। এখন পর্যন্ত যতগুলো ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অক্সফোর্ডের উৎপাদিত ভ্যাকসিনটিই সবচেয়ে নিরাপদ ও কার্যকর বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।
কুর্মিটোলা হাসপাতালের সেবিকা রুনু ভেরোনিকা কস্তাকে কোভিশিল্ড ভ্যাকসিন প্রদানের মাধ্যমে বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বাংলাদেশের করোনাভাইরাস টিকাদান কর্মসূচি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যোগদান করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকেল চারটার কিছু পর কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র নার্স মিজ কস্তাকে টিকা প্রদানের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিজ কস্তার সাথে কুশল বিনিময়ও করেছিলেন।
-এটি