আওয়ার ইসলাম: সিলেটের জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল গত বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শায়েখ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব কাপাশিয়া)।
জামেয়ার উস্তাযুল হাদীস মাওলানা আব্দুশ শাকুরের সভাপতিত্বে এবং দাওয়াহ বিভাগের মুশরিফ মাওলানা মাসরুর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন- মুফতি জমিরুদ্দীন।
জামেয়া প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল নিয়ে আলোচনা করেন জামেয়ার শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা আবদুল মুকতাদির। তিনি আরও বলেন, সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা মহামারীতে মারা যাওয়া মুমিন মুসলমানের রুহের মাগফেরাত এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনার জন্য আজকের এ বিশেষ দু'আ মাহফিল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কালাম, মাওলানা ফরিদ উদ্দীন, মাওলানা আবদাল হোসাইন, মাওলানা হাবিবুর রহমান, বাইতুল মামুর জামে মসজিদের সেক্রেটারি জনাব আলহাজ্ব এনাম উদ্দীন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামেয়ার শিক্ষক মাওলানা শাহ আবু বকর, দাওয়াহ বিভাগীয় প্রধান মুফতি হাসান আনহার, মাওলানা মাহফুজ নাদিম, মাওলানা আব্দুশ শহিদ প্রমুখ।
গত অর্ধ বার্ষিক পরীক্ষায় মেধাতালিকাভুক্ত হয়ে কৃতকার্য হওয়ায় আবদুল্লাহ আল মাসরুর (ইফতা-২য়), ইলিয়াস হামিদী (ইফতা-২য়), ফখরুল হাসান (ইফতা-১ম), সারওয়ার আহমদ (ইফতা-১ম), শিহাব সায়েম (দাওয়াহ), ফরিদ আহমদ (দাওয়াহ), সাব্বির আহমদ (দাওয়াহ), ফুজায়েল আহমদ (আরবি ভাষা ও সাহিত্য), নূর হুসাইন (আরবি ভাষা ও সাহিত্য), নাজিম উদ্দিন (এরাবিক ডিপ্লোমা), বাশির আহমদ (এরাবিক ডিপ্লোমা), ইফজাল রশিদ (এরাবিক ডিপ্লোমা), জিয়া উদ্দীন (এরাবিক ডিপ্লোমা), মিসবাহুর রহমান (এরাবিক ডিপ্লোমা) কে পুরস্কৃত করা হয়।
এছাড়া নিয়মিত নামাজে পাবন্দি, ইত্তেবায়ে সুন্নাত এবং হুসনে আখলাকের জন্য হাসসান আহমদ (আরবি ভাষা ও সাহিত্য), আবু হুরায়রা (এরাবিক ডিপ্লোমা), আবু মুসা (এরাবিক ডিপ্লোমা) ও জামিয়ার সার্বিক কাজে বিশেষ অবদান রাখায় জাবেদ আহমদ (ইফতা-২য়) কেও অনুপ্রেরণামূলক পুরস্কার দেয়া হয়।
জামিয়ার হিফজুল কুরআন বিভাগ থেকে সদ্য হিফজ সমাপনকারী ৫ জন ছাত্রকে সুন্নাহ সামগ্রী উপহার দেওয়া হয়। সকল পুরস্কার কাপাশিয়ার পীর সাহেব নিজ হাতে প্রদান করেন। পুরস্কার বিতরণী শেষে হযরত ছাত্রদের উদ্দেশ্যে নাসীহামূলক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
দোয়া করেন অধ্যক্ষ শায়েখ মিজানুর রহমান চৌধুরী। দোয়ায় সমস্ত মুসলিম উম্মাহর মাগফিরাত কামনা করে সারা বিশ্বকে করোনামুক্ত করে দেয়ার আবদার জানান। বিশেষ করে বৃটেন ও আমেরিকার জনগণকে করোনা থেকে মুক্তি দেয়ার মিনতি করেন তিনি।
-এএ