আওয়ার ইসলাম: ঢাকাস্থ মাগুরা জেলার ৩০টি মাদরাসায় শীতবস্ত্র বিতরণ করেছে মাগুরা জেলা উলামা পরিষদ। গত ২৩ জানুয়ারি (শনিবার) সংগঠনের দায়িত্বশীলরা মাদরাসার শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও বার্ষিক ক্যালেন্ডার এবং মুহতামিমদের জন্য বিশেষ হাদিয়া প্রদান করা হয়।
এসব মাদরাসার দায়িত্বশীলদের কাছে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া। এছাড়াও মাগুরাতে দাওরায়ে হাদীস মাদরাসা প্রতিষ্ঠা করা, জেলার মাদরাসাগুলোর পড়ালেখার মান উন্নয়ন করা এবং ঢাকায় অবস্থান রত মাগুরা জেলার আলেমদের সংগঠিত করা ও মাগুরাতে একটি ইসলামী সম্মেলন করার কথা জানান তিনি।
উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, হাফেজ মাওলানা মুহসিন উদ্দীন, মুফতি ওসমান গনী মুছাপুরী, মুফতি ইসমাঈল হোসেন সিরাজী, মুফতি মাসরুর তশফিন, মাওলানা ইনামুল কবীর মাজেদী, মাওলানা মুহাম্মাদ ফরিদ উদ্দীন, মুফতি শারাফাতুল্লাহ মাযহারী, মুফতি আবূ দারদা, মুফতি সাখাওয়াত উল্লাহ হাবিবী, মাওলানা জুবায়ের ইব্রাহিমী, মুফতি মাসরুর ফরাজী প্রমুখ।
-এএ