বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

শুক্রবার চরখরিচার মাহফিল: প্রস্তুতি চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মােমেনশাহীর চরখরিচা জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদরাসার ঐতিহাসিক মাহফিল আগামী শুক্রবার ২৯ জানুয়ারি ২০২১ ইংরেজি। মাহফিল আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাদরাসার মুহতামিম মাওলানা মাসরুরুল হাসান।

তিনি জানান, মাদরাসার মাহফিলকে কেন্দ্র করে এলাকায় বেশ আনন্দ বিরাজ করছে। সবার মাঝেই অন্যরকম উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।

দাওয়াতুল হক বাংলাদেশ-এর তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদরাসার খতমে কুরআনে কারীম ও খতমে বুখারি শরীফ উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত থাকবেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ- এর চেয়ারম্যান ও বেফাক সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির, যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

এছাড়া আরো আলোচনা করবেন, শায়খ মুনীর তুরান (তুরস্ক), আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, আল্লামা আনওয়ারুল হক, মাওলানা সাদেক আহমাদ সিদ্দীকি, মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন, মুফতি নজরুল ইসলাম কাসেমী, আল্লামা আব্দুর হক (বড় মসজিদ), আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরীদি, মুফতি দিলওয়ার হুসাইন, মুফতি আহমদ আলীসহ প্রমূখ উলামায়ে কেরাম।

জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু সাঈদ আওয়ার ইসলামকে আরও জানান, আগামী ২৯ জানুয়ারি শুক্রবার চরখরিচা ঐতিহাসিক বৈদ্যুতিক মদিনা মসজিদে মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান জুমআর নামাজের ইমামতি করবেন। এরপরই জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার মাঠে অনুষ্ঠিত মাহফিলে নসিহত করবেন। আশপাশের দীন-দরদী ইসলামপ্রিয় তাওহীদি জনতাকে নিয়ে মাদরাসার মাহফিলে উপস্থিত থাকবেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ