বেলায়েত হুসাইন: চাঁদপুরের কচুয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইব্রাহিমীয়া উজানী মাদরাসার দুই দিনব্যাপী মাহফিল আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে।
বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠেয় দুইদিনের এই মাহফিল প্রতিদিন সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে৷ প্রথম দিন মাহফিল চলবে মধ্যরাত পর্যন্ত। দ্বিতীয় ও শেষ দিন মাহফিলের কার্যক্রম বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
প্রতি বছরের মতো এবারও মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ক্বারী ইবরাহীম রাহিমাহুল্লাহ'র তিন প্রপৌত্র- মাওলানা আশেক এলাহী, ফজলে এলাহী এবং মাহবুব এলাহী। পরিচালনার দায়িত্ব আঞ্জাম দিবেন মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা আব্দুর রহমান৷
আওয়ার ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছে উজানী মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী হাফেজ মাওলানা আবু রায়হান উজানবী৷
উল্লেখ্য, দেশের স্বনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯০১ সালে প্রখ্যাত আলেমেদ্বীন, সুলতানুল আউলিয়া, রশিদ আহমদ গাঙ্গুহী রহ. এর বিশিষ্ট খলিফা-ক্বারী ইবরাহিম রহ. হাতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দারুল উলুম দেওবন্দের অনুকরণে প্রতিষ্ঠানটি যুগযুগ ধরে দ্বীনের খিদমত করে আসছে।
এরই ধারাবাহিকতায় প্রতি বছর অনুষ্ঠিত হয় বার্ষিক ওয়াজ মাহফিল; এ উপলক্ষ্যে দেশ-বিদেশের বরেণ্য ওলামায়ে কেরামের আগমনে ধন্য হয় উজানী। মাহফিলকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এলাকাবাসীর মাঝে। নিজ নিজ আত্মীয়-স্বজন এবং দূরদূরান্তের আগত মেহমানদেরকে অত্যন্ত সম্মানের সাথে আপ্যায়ন করতে ভালোবাসে উজানীর ধর্মপ্রাণ মানুষ।
-এএ