বেলায়েত হুসাইন: বৃহত্তর ফরিদপুরের অন্যতম প্রাচীন ইসলামী বিদ্যপীঠ জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার ঐতিহ্যবাহী মাহফিল আজ রোববার অনুষ্ঠিত হবে।
জেলার সালথা উপজেলাধীন বাহিরদিয়া গ্রামে অবস্থিত মাদরাসার এ মাহফিল ঘিরে অন্যান্য বছরের মতো কয়েকদিন আগে থেকেই স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে।
মাদরসার সিনিয়র শিক্ষক মাওলানা কামালুদ্দিন আওয়ার ইসলামকে জানান, বাহিরদিয়া মাদরাসার মুহতামিম ও এলাকার বরেণ্য আলেমেদীন শাইখুল হাদিস আল্লামা আকরাম আলীর সোহবত লাভে ধন্য হতে প্রতি বছরই দূর-দূরান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি এ মাহফিলে আসেন।
এছাড়াও আজকের মাহফিলে আমন্ত্রিত মেহমানদের অন্যতম হলেন- মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি নেয়ামাতুল্লাহ আল ফরিদী, মাওলানা আব্দুল বাসেত খান এবং মাওলানা নাসিরুদ্দীন যুক্তিবাদী প্রমুখ।
আজ বাদ জোহর মাদরাসার ৭৯ তম বার্ষিক মাহফিল শুরু হয়ে সোমবার ফজরের নামাজের পর হেদায়েতী বয়ান ও আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবার কথা রয়েছে। বাহিরদিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি ইমরান হুসাইন সবাইকে মাহফিলে অংশগ্রহণের দাওয়াত দিয়েছেন।
-এএ