মাওলানা সাইদুর রহমান।।
কুমিল্লা বরুড়া থেকে>
সমাজে নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে অসহায় ও দরিদ্র ফ্যামিলির শিশুদের মাঝে মহাগ্রন্থ আল কুরআন ও ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীর বই বিতরণ করে ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন।
আজ শনিবার সকাল ৯ টায় কুমিল্লা জেলার বরুড়া থানাধীন রাজাপুর গ্রামের জামিয়া সিদ্দিকিয়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় ৫৫ টি দরিদ্র পরিবারের শিশুদের মাঝে পবিত্র কুরআন ও একাডেমিক বই বিতরণ কর্মসূচি সম্পন্ন করে তরুণ আলেমদের সংগঠন ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন।
পবিত্র কুরআন ও বই বিতরণ শেষে ইসলাহুল মুসলিমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা জিয়াউল হক আওয়ার ইসলামকে বলেন, অসহায়, দরিদ্র এবং সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য এমন আরো বহু প্রকল্পে সহায়তা করছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লহ তা চলমান থাকবে।
উল্লেখ্য, ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং সমাজ উন্নয়ন মূলক সংগঠন৷
একটি সুন্দর আগামীর জন্য"কিছু নিবেদিতপ্রাণ, স্বপ্নবাজ, তরুণ ওলামায়ে কেরামের উদ্যোগে আলেমদের হাত ধরে ২৩ই আগস্ট২০১২ ঈসায়ী সনে ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন পথ চলা শুরু করে।
প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছরই ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে রমাদানে ইফতার বিতরণ, দুই ঈদে সেমাই চিনি, গোশত বিতরণ ও নগদ অর্থ প্রদান, বিধবা ও অসহায়দের বিবাহে সহযোগিতা প্রদান, দরিদ্র রোগীদের চিকিৎসা সহ জীবনের সর্বক্ষেত্রে কুরআন সুন্নাহর অনুশীলন এবং শিক্ষা, নৈতিকতা, ধার্মিকতা, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও সহযোগিতা প্রদান, মানবিক মূল্যবোধের ভিত্তিতে ধনী-দরিদ্র বৈষম্য হ্রাসের মাধ্যমে এক আদর্শ পরিচ্ছন্ন ইসলামী সমাজ প্রতিষ্ঠা ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য৷
-এটি