আওয়ার ইসলাম: এক পুলিশ কনস্টেবলকে মারপিট ও অপহরণচেষ্টার অভিযোগে আটকের ১৮ ঘণ্টা পর ছাড়া পেয়েছেন মাহমুদ হাসান বিপু। তিনি যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আজ মঙ্গলবার বিকালে থানা থেকে ছাড়া পান বিপু।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, সোমবার রাতের ওই ঘটনায় আইন ভঙ্গ হওয়ায় বিপুসহ ৪ জনকে আটক করা হয়। সরাসরি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, সাদা পোশাকে থাকা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল ইমরান সোমবার রাতে পুরাতন কসবার শহীদ মিনারে বসে এক নারীর সঙ্গে গল্প করছিলেন। এ সময় তার ওপর চড়াও হন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। একপর্যায়ে ইমরানকে ধরে স্থানীয় আবু নাসের ক্লাবে নিয়ে মারধর করেন তারা। খবর পেয়ে সেখানে গিয়ে বিপুসহ ৪ জনকে আটক করে পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়।
বিপু ছাড়া পাওয়ার পর আজ বিকালে তাকে নিয়ে শহরে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সভাও করেন তারা।
এদিকে, ঘটনার পর পুলিশ সদস্যরা জেলা ও শহর আওয়ামী লীগ-যুবলীগের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় নেতাদের বাড়িতে গিয়ে পুলিশ সদস্যরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলেও জানানো হয়।
তবে এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে উড়িয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। তিনি বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
-এটি