আওয়ার ইসলাম: রাজশাহীর নওগাঁর প্রাচীন দীনি বিদ্যাপীঠ আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ মুহা. শরীফ উদ্দিন চৌধুরী রহ. মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন।
আজ ১২ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি পোরশা মাদরাসা সিনিয়র শিক্ষক মাওলানা ফজলুর রহমান ও মাওলানা কারী আব্দুুল মালেক আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন। এর আগে একই হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
তিনি জানান, গত রোববার (৪ জানুয়ারি) সকালে মাওলানা শাহ মুহা. শরীফ উদ্দিন চৌধুরী রহ. অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হাঁপানি ও লো-প্রেসার ধরা পড়ে। এছাড়া তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।
জানা গেছে, মরহুম মাওলানা শাহ মুহা. শরীফ উদ্দিন চৌধুরী রহ. এর জানাজা আগামীকাল বুধবার (১৩ জানুয়ারি) পোরশা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
পোরশা মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ মুহা. শরীফ উদ্দিন চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে রেখে গেছেন। এছাড়া হাজার হাজার ছাত্র শিক্ষক ও শুভানুধ্যায়ীদের রেখে যান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উত্তরবঙ্গের মাদরাসাজুড়ে।
এমডব্লিউ/