যাকওয়ানুল হক চৌধুরী: ঝিনাইদহ ও মাগুরায় শীতে কাতর অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলো খতমে নবুওয়ত মারকায।
রোববার (১০জানুয়ারি) ঝিনাইদহ শহরতলীর হলিধানি আলিম মাদরাসা মাঠে ও সোমবার (১১জানুয়ারি) মাগুরা জেলার শালিখা থানাধীন ধনেশ্বরগাতী ইউনিয়নের ধাপুয়া পাড়ায় অনুষ্ঠিত হয় কম্বল বিতরণের এ কার্যক্রম। এতে খতমে নবুওয়াত মারকায ঝিনাইদহ শাখার নিযুক্ত দাঈদের সঙ্গে নিয়ে প্রায় দেড়শতাধিক কম্বল বিতরণ করে খতমে নবুওয়াত মারকায ঢাকা প্রতিনীধি।
হলিধানী আলিয়া মাদরাসা মাঠে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন হলিধানী আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আতিয়ার রহমান, খতমে নবুয়ত মারকায ঢাকার দাঈ মুফতী মুমিনুল হক চৌধুরী, নাদিয়াতুল কোরআন মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, খতমে নবুয়ত মারকায ঝিনাইদহ শাখার দাঈ মাওলানা নবীর হোসাইন ও ধাপুয়া পাড়া মসজিদের ইমাম মাওলানা তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ফেরাকে বাতেলা ও অমুসলিমদের মাঝে বুদ্ধিবৃত্তিক কর্মপদ্ধতির মাধ্যমে দীর্ঘদিন ধরে দাওয়াতি কাজ করে আসছে খতমে নবুওয়াত মারকায বাংলাদেশ। দাওয়াতের কাজের মিশন নিয়ে পুরো বাংলাদেশ তারা সফর করে বেড়াচ্ছেন, মেহনতকে আরো জোরদার করতে খতমে নবুওয়াত মারকায ইতোমধ্যে পঞ্চগড় ও ঝিনাইদহে দু’টি আঞ্চলিক মারকায প্রতিষ্ঠা করেছে।
-কেএল