বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মহেশখালী পৌর মেয়র ও থানার ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন (আরজু)
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া ও মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবালের সাথে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় মহেশখালী থানার ওসি আশিক ইকবাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় তিনি জানান, পুলিশ এবং সাংবাদিক আলাদা সত্ত্বা নয়। সাংবাদিকরাই অনেকটা পুলিশের ভূমিকা রাখে। এলাকার অসঙ্গতি, দূর্নীতি, অনিয়ম বিশৃঙ্খলাগুলো তুলে ধরেন বলেই পুলিশের দায়িত্ব পালনে অনেকটা সহজ হয়। তিনি অনেকটা আক্ষেপের সুরে বলেন, এলাকার জনপ্রতিনিধিরা সমস্যা সমাধানের চেষ্টা করেন না বলেই সাধারণ পাবলিক পুলিশের দ্বারস্থ হন। জনপ্রতিনিধিদের উচিত মানুষের দুঃখ দূর্দশা লাঘবে সহযোগিতা করা। জনপ্রতিনিধিরা দায়িত্বশীল হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকতো বলে তিনি মনে করেন।‌

No description available.

এদিকে রোববার রাত ৮ টায় মহেশখালী উপজেলা প্রেসক্লাবের পুরো টিম পৌর মেয়রের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তিনি মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল থেকে বস্তুনিষ্ঠ খবর সরবরাহ আহ্বান জানান। তিনি বলেন, এলাকায় কাজ করতে গেলে আমাদের অনেক সময় অনেকের সাথে খারাপ আচরণ করতে হয়। এলাকার উন্নয়নের স্বার্থে মানুষের সুবিধা-অসুবিধার বিষয়গুলোকে মাথায় রেখেই আমাদের কঠোর হয়ে সামনের দিকে এগোতে হয়। অনেক সংবাদকর্মীরা আছেন যারা উন্নয়নের অগ্রযাত্রাকে পিছনে ফেলে নির্মাণের অপেক্ষার থাকা কিছু প্রকল্প কে সামনে রেখে অসঙ্গতিপূর্ণ নিউজ করেন, যা কাম্য নয়। ‌আপনাদের উচিত এলাকার নানা সমস্যার পাশাপাশি উন্নয়ন হওয়া কাজগুলোও তুলে ধরতে।

তিনি মহেশখালী উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সুবিধা-অসুবিধা পাশে থাকার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক প্রবীন সাংবাদিক দৈনিক মেহেদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি স.ম. ইকবাল বাহার চৌধুরী, দৈনিক শিরোমণি পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক কক্সবাজারের প্রতিনিধি মুহা. এরফান হোছাইন, দৈনিক ইনানীর প্রতিনিধি আ.ন.ম হাসান, দৈনিক সাগরদেশ এর প্রতিনিধি আজিজ সিকদার, দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি এস. এম. রুবেল, দৈনিক সাগরদেশ পত্রিকার প্রতিনিধি জে এইচ ইউনুস, বীচ টিভির সিইও সোহেল খান, দৈনিক সৈকত পত্রিকার প্রতিনিধি ফারুক ইকবাল, দৈনিক গণকন্ঠ পত্রিকার মহেশখালী প্রতিনিধি মিছবাহ উদ্দীন (আরজু), দৈনিক মেহেদীর প্রতিনিধি সুব্রত আপনসহ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ