বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে দু’জন নিহত ও আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ রোববার সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে এক জনের নাম রামপদ মণ্ডল (৪৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত মাদার মণ্ডলের ছেলে। তবে নিহত অপর যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাতক্ষীরা থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস সকাল ৮টার দিকে শাকদহা ব্রিজের কাছে অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে খালে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ