আওয়ার ইসলাম: চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডারস্থ দারুচ্ছালাম ঈদগাহ মাদ্রসায় সশস্ত্র হামলার ঘটনার প্রধান আসামি যুবলীগ নেতা মুহাম্মদ হাসান ওরফে পাঠান হাসান (৩৮)কে গ্রেফতার করেছে র্যাব-৭ এর একটি টিম।
বুধবার রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শোলকবহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল সেট ও বেশ কিছু নগদ টাকা উদ্ধার করে। পরে তাকে ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করে র্যাব। গ্রেফতারকৃত হাসান উপজেলার পাঠান পাড়ার মৃত নুরুচ্ছাফার ছেলে।
উল্লেখ্য, ৪জানুয়ারি দুপুরে দারুচ্ছালাম ঈদগাহ মাদ্রসা নির্মাণকে কেন্দ্র করে যুবলীগ নেতা হাসানের নেতৃত্বে ঐ মাদ্রাসায় সাঙ্গ-পাঙ্গ নিয়ে হামলা চালায়। এতে ৫জন গুলিবিদ্ধসহ ৯জন আহত হয়। রাতে মাদ্রাসার পরিচালক মুফতি মুনির আহমদ বাদী হয়ে হাসানকে প্রধান ও ২০/২২ অজ্ঞাত আসামী করে ফটিকছড়ি থানায় মামলা করে ।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই দেলোয়ার হোসেন বলেন, মাদ্রাসায় হামলার ঘটনায় প্রধান আসামি হাসানকে র্যাব গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করে। গ্রেফতারকৃতকে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
-এটি