বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আলীকদম ফয়জুল উলুম মাদরাসার মুহতামিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান,
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবান পার্বত্য জনপদ আলীকদম উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আজিজিয়া ফয়জুল উলম মাদরাসার প্রধান পরিচালক মাওলানা শামসুল হুদা ছিদ্দিকী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় সার্জিস্কোপ হাসপাতাল চট্টগ্রাম ইউনিট ২-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানদের রেখে যান।

মাদরাসা সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর এ মাদরাসার বার্ষিক সভা চলাকালীন সময় ব্রেইন স্ট্রোক করেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সার্জিস্কোপ হাসপাতাল চট্টগ্রাম ইউনিট ২-এ নেয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় সেখানই শেষ নিঃশ্বাস করেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

হাজারো ভক্তকুলের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে নিজ প্রতিষ্ঠানের আঙ্গিনায় চির নিদ্রায় শায়িত হন তিনি। তার মৃত্যুতে পরিবার পরিজনসহ পুরো আলীকদম উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে তার মৃত্যুতে আলীকদম উপজেলা চেয়ারম্যান, আলেম সমাজ ও জনপ্রতিনিধিসহ ধর্মপ্রিয় উর্দ্ধতন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মাও. শামসুল হুদা ছিদ্দিকী একজন সদা হাসোজ্জ্বল-প্রাণোচ্ছল মানুষ ছিলেন। উপজেলায় হাজারো হৃদয়ে কোরআন-হাদীসের আলো প্রজ্জ্বলিত কর্মজীবনের পুরো সময় ধরে তিনি কোরআন-সুন্নাহর আলো বিকিরণ করে প্রাণোৎসর্গ করেছেন। দীর্ঘ দেড়যুগের বেশি সময় ধরে হাজারো এতিম শিশু প্রতি পালনের গুরুদায়িত্ব নিয়েছিলেন এই আলেম। আপাদমস্তক একজন ধর্মজ্ঞানশিক্ষানুরাগী মানুষের প্রতিবিম্ব ছিলেন মাওলানা শামসুল হুদা সিদ্দিকী।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ