আওয়ার ইসলাম: বরিশালের বাবুগঞ্জে মঙ্গলবার বিয়ে বাড়িতে খাবার নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কনে পক্ষের হামলায় বরের চাচা আজাহার মীরা (৬৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে বরের বাড়িতে বউ ভাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খাবার কম দেয়া নিয়ে দুই পক্ষের লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয়। এতে কনে পক্ষের হামলায় বরের চাচা আজাহার মীরা (৬৫) নিহত হন। চেয়ার টেবিল ও গ্লাস নিক্ষেপ করে মারামারিতে লিপ্ত হয় তারা। দুই পক্ষে মোট ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রফিয়াদি এলাকার মোতাহার মীরার বাড়িতে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরার ছেলে মো. সজিব বিয়ে করেন বরিশাল শহরের কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে মোসাম্মৎ রুনা আক্তারকে।
চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ বলেন, স্থানীয় এলাকার লোকজন হামলায় জড়িত কনের বাবা আবুল কালাম হাওলাদার সহ ১০ জনকে আটক করেছে। অন্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম সাংবাদিকদের বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
-এটি