বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

জামিয়া আরবিয়া গোরকঘাটা'র মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন (আরজু)
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলার সর্বোচ্চ দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার ২দিনব্যাপী বার্ষিক সভা আগামীকাল থকে শুরু হবে। বুধবার (৬ জানুয়ারি) ও বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ জানুয়ারি) বাদ ফজর থেকে জামিয়া ময়দানে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষে হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারে ফজিলত (বিশেষ সম্মাননা পাগড়ী) প্রদান করা হবে।

সভায় আলোচনা করবেন- জামিয়া ইসলামিয়া পটিয়ার মহা-পরিচালক আল্লামা শাহ মুহাম্মদ আবদুল হালিম বোখারী, দৈনিক ইনকিলাব এর সিনিয়র সহ সম্পাদক আল্লামা উবায়দুর রহমান খান নদভী, হাফেজ মাওলানা ফরিদ আহমদ আনসারি, হাফেজ মাওলানা আবদুল হক, মাওলানা কাজী আকতার হোসাইন, মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা মুস্তফা বিন নূরী ও মাওলানা নেছারুল হক প্রমূখ।

ইতোমধ্যে সভা পূর্ব যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জামিয়ার প্রিন্সিপাল মাওলানা আবদুল মুনঈম আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন৷ সভা সফল করার জন্য স্বাস্থ্যবিধি মেনে স্ববান্ধব উপস্থিতি কামনা করেছেন, জামিয়ার প্রিন্সিপাল মাওলানা আবদুল মুনঈম ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা শামসুল আলম (জাদীদ)।

পুরা বছর ধরে বার্ষিক সভার অপেক্ষা করে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের মধ্যে বিরাজ করে আনন্দঘন পরিবেশ। বার্ষিক সভার মেহমানদের আপ্যায়নে নিজেদের শ্রম, মেধাকে বিলিয়ে দেয় মাদরাসা কতৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ