আওয়ার ইসলাম: কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে বাছাইকালে মেয়র পদে বিএনপিপ্রার্থী মুহা. বেলাল রহমান মজুমদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাইকালে আওয়ামী লীগপ্রার্থী মুহা. আবুল খায়েরের অভিযোগের প্রেক্ষিতে বিএনপিপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে বিএনপির ওই প্রার্থীর মনোনয়নপত্রে সমর্থনকারীর স্বাক্ষর সঠিক নয়। আওয়ামী লীগ প্রার্থীর এমন অভিযোগের ভিত্তিতে সমর্থনকারীকে উপস্থিত রাখতে বিকেল ৫ টা পর্যন্ত সময় দেয়া হয়। কিন্তু বিএনপির মেয়র পদপ্রার্থী তার সমর্থনকারীকে উপস্থিত করাতে ব্যর্থ হন। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ওই প্রার্থীর আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম।
এদিকে মনোনয়নপত্র বাতিলের বিষয়ে এক প্রতিক্রিয়ায় মেয়র পদে বিএনপি প্রার্থী মুহা. বেলাল রহমান মজুমদার বলেন, তিনি প্রহসনের শিকার।
পৌরসভার ৫নং ওয়ার্ডে ২ জন, ৬নং ওয়ার্ডে ৬ জন ও ৭ জন ওয়ার্ডে দুইজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের তারিখ নির্ধারণ রয়েছে। শেষদিন পর্যন্ত ওই ওয়ার্ড সমূহের কোনটিতে একাধিক প্রার্থী থাকলে শুধুমাত্র সংশ্লিষ্ট ওয়ার্ডেই ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
-এএ