আলী যুবায়ের খান
ফুলপুর প্রতিনিধি>
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে ৮ লাখ ৮২ হাজার ৩৩টি গৃহহীন পরিবার আধা পাকা টিন শেড ঘর পাচ্ছে। গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী উপহার হিসেবে এসব ঘর দিচ্ছেন।
তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ২৭ টি গৃহহীন পরিবার বুঝে পেয়েছেন তাদের কাঙ্খিত সেই ঘর।
শনিবার (২ জানুয়ারি) এবং গত ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ফুলপুরের চারটি ইউনিয়ন ছনধরা, ভাইটকান্দি, রামভদ্রপুর এবং বালিয়া'র উপকারভোগীদেরকে সেই ঘর বুঝিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার শীতেষ চন্দ্র সরকার।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় ও সংশ্লিষ্ট সদস্যগণ।
উল্লেখ্য, ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের নগুয়া গ্রামে ৪৪টি, ভাইটকান্দিতে ৪টি, রহিমগঞ্জে ১০টি ও পয়ারী ইউনিয়নে ৮টিসহ মোট ৯৭টি ঘর নির্মাণ করা হবে।
-এএ