বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আওয়ামী লীগের ৭ নেতাকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান খবরটি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বেলকুচি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বেগম আশানুর বিশ্বাসের বিপক্ষে প্রতিযোগিতা করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার বড় ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সাজেদুলকেও বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত অন্যরা হলেন-উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজল হক ঘোষন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হজরত আলী, বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রামানিক, সহ-সভাপতি বদর উদ্দিন মণ্ডল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব।

দ্বিতীয় দফায় নির্বাচনে আগামী ১৬ জানুয়ারি বেলকুচি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম আশানুর বিশ্বাস (নৌকা) প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজা (নারকেল গাছ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ছাড়া কমিশনার পদে ৪২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ৫৩ হাজার ৩৪৩ জন ভোটার রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ