আওয়ার ইসলাম: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার জঙ্গুয়ায় যাত্রীবাহি বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে প্রাইভেটকারের ৪ জন নিহত হয়েছে।
আজ শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নে মহাসড়কের জঙ্গুগুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় প্রাইভেটকারটির ৪ যাত্রী নিহত হয়েছেন। সংঘর্ষের সময় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত ওই প্রাইভেটকারটি কেটে ওই ৪ জনের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনা কবলিত ওই প্রাইভেটকারটিতে চালকসহ মোট ৪ জন অবস্থান করছিলেন। বিকেল ৪টার দিকে মহাসড়কের জঙ্গুগুয়া এলাকা অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আল মোবারক পরিবহন নামের ওই বাসটি সিলেটের দিকে যাচ্ছিল।
বাসটি প্রচন্ড গতিতে আরেকটি বাসকে ওভারটেক করতে গেলে প্রাইভেটকারটির সঙ্গে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি কেটে ৪ জনের লাশ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের লাশ উদ্ধার করা হয়। পরে তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
-এটি