বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মাওলানা আব্দুল গফুরের জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের পটিয়ার খরনা ইসলামিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল গফুর (৫০) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তারা জানাজার নামাজে ইমামতি করিয়েছেন, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার মুঈনে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী।

বৃহস্পতিবার সকাল ১০ টায় চন্দনাইশের উত্তর মুরাদাবাদ বায়তুল ঈমান পুরাতন জামে মসজিদ ময়দানে হাজারো মুসল্লির উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাকে।

জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন- আল জামিয়া ইসলামিয়া পটিয়ার মুঈনে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী ও জামিয়া পটিয়ার ছাত্রাবাস তত্ত্বাবধায়ক মাওলানা বোরহান উদ্দীন।

জানাজায় মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ তাহের আজিজী, শাহ আলী আহমদ বোয়ালভী সাহেব রহ. এর খলিফা মাওলানা সিরাজুল ইসলাম, খরনা মাদরাসার পরিচালক মাওলানা মোস্তাক আহমেদ, শোভনদন্ডী মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ নোমান জাহাঙ্গীর, মাননীয় সাংসদ হুইফ শামশুল হক চৌধূরী এমপির প্রতিনিধি হিসেবে তার ছোট ভাই ফজলুক হক চৌধূরী মুহাব্বত, মাওলানা শামশুল হুদা, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা ইউছুফ মুরাদাবাদী, মাওলানা ইছহাকসহ বিভিন্ন সময়ের নিজ কর্মস্থল খরনা মাদরাসার, শোভন্দন্ডী, ইস্বরখাইনের ছাত্র, শিক্ষক ও এলাকাবাসীসহ হাজার হাজার মুসল্লি জানাজায় অংশ গ্রহণ করেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার সন্ধ্যায় অসুস্থতাবোধ করলে তাকে বেসরকারি হাসপাতাল বিজিসি ট্রাস্ট মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে পাঁচ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার তাকে মৃত্যৃ ঘোষণা করেন। তিনি আওয়ার ইসলামকে জানান, মাওলানা আব্দুর গফুর দীর্ঘদিন ধরে হার্টজনিত সমস্যা ও ডায়াবেটিকস ও নানা রোগে ভগছেন।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সন্তানসহ অসংখ্য ছাত্র, বন্ধু-বান্ধব, শিক্ষক, হিতাকাঙ্খী ও গুনগ্রাহী রেখে যান।

ব্যক্তিজীবনে তিনি মুরাদাবাদ আজিজিয়া মাদরাসায় প্রাথমিক পড়াশোনা শেষ করে জামিয়া পটিয়ায় উচ্চ শিক্ষালাভ করে আজীবন দাওয়াতে তাবলীগ, মসজিদ ও মাদরাসাসহ দ্বীনি প্রতিষ্ঠানের খিদমত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ