বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আল্লামা আশরাফ আলী রহ. স্মরণে কুমিল্লা জেলা যুব উলামা পরিষদের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলা যুব উলামা পরিষদের উদ্যোগে পরিষদের অস্থায়ী কার্যালয় পদুয়ার বাজার বিশ্বরোডস্থ দারুল ইহসান ইসলামিয়া মাদরাসার মিলনায়তনে পরিষদের মুখপাত্র মুফতি নাজমুল হাসানের সভাপতিত্বে ও পরিষদের সমন্বয়কারী মুফতি ইলিয়াস রাজাপুরীর সঞ্চালনায় এদেশের অন্যতম হাদীস বিশারদ কুমিল্লার কৃতি সন্তান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী (রহ.) এর স্মরণে এক আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়৷

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী (রহ.) স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর দুই সাহেবজাদা মাওলানা জামীল আহমদ আশরাফী ও মুফতি শরীফ আহমদ আশরাফী৷ বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম-সমন্বয়কারী হাফেজ মাওলানা তালহা আনসারী, মহানগর মুখপাত্র মুফতি তানঈমুদ্দীন, সদর দক্ষিণ মুখপাত্র মাওলানা মোশাররফ হোসাইন আরশাদী৷ এতে আরো উপস্থিত থাকেন স্থায়ী কমিটির সদস্য মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা নাজির ফাহিম, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা জিয়াউদ্দিন, মুফতি জাবেদুল ইসলাম, মহানগর সমন্বয়কারী মাওলানা ইসমাইল, যুগ্ম-সমন্বয়কারী মাওলানা মোজাম্মিলুল হক, সদর দক্ষিণ সমন্বয়কারী মাওলানা আলী আকবর, মাওলানা আনিছুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ ও যুব উলামায়ে কেরাম৷

বক্তারা বলেন, আল্লামা আশরাফ আলী (রহ.) ছিলেন জগদ্বিখ্যাত একজন আলেমে দ্বীন, এদেশের একজন শীর্ষস্থানীয় হাদীস বিশারদ, একজন সফল সংগঠক ও সমাজ সংস্কারক৷ তিনি এ দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি উল্লেখযোগ্য মাদরাসায় হাদিসের শ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফের দরস প্রদান করতেন৷ তাঁর হাতে গড়া বহু ছাত্র এদেশের পাড়ায়-মহল্লায়, গ্রামে-গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে আছে৷ তিনি হাদীসের মসনদে যেমন ছিলেন একজন শায়খুল হাদীস, দেশ-ধর্ম ও সমাজ বিধ্বংসী অপশক্তির বিরুদ্ধে তিনি ছিলেন রাজপথের একজন লড়াকু সৈনিক৷ অতিতে এদেশের ইসলাম বিরোধী বহু অপশক্তি তাঁর তর্জনীর কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে৷ তিনি ছিলেন একজন খাঁটি আশেকে রাসূল, যাঁর চলন-বলন সহ পুরা জীবন কেটেছে প্রিয় নবীর সুন্নতের অনুসরণে৷

মাহফিলে শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী (রহ.) এর মাগফিরাত ও রফয়ে দারাজাত কামনায় এক আবেগঘন দুআ অনুষ্ঠিত হয়৷

উল্লেখ্য যে, তিনি গত ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ঢাকার আসগর আলী হসপিটালে ইন্তেকাল করেন৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ