মাহমুদুল হাসান
বিশেষ প্রতিবেদক
ছয়টি ঋতুর ভিন্ন ভিন্ন রঙে রঙিন আমাদের প্রিয় দেশ। কিন্তু বছরের বেশিরভাগ সময়ই গরমে আমাদের জীবন কাটে। মাত্র দু তিন মাসের জন্য আমাদের বাংলার বুকে নেমে আসে এক আশ্চর্য শীতলতা। আর কখনো এই শীতের প্রকোপ মাত্রা ছাড়িয়ে যায়। তখন অসহায় ও বাস্তহারা মানুষগুলো কষ্টে দিন যাপন করেন।
দেশের সাধারণ মানুষদেরকে এই শীতে উষ্ণতা দিতে বিভিন্ন স্থানে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম করে আসছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।
এরই ধারাবাহিকতায় আজ ৩০ ডিসেম্বর (বুধবার) কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রবাসী শাখার উদ্যোগে কম্বল বিতরণ করেন। এ সময় প্রথম ধাপে শতাধিক মাদরাসার দরিদ্র ছাত্র,রিকশাচালক ফুটপাতের পরে থাকা মানুষ ও দোকানীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক,মাওলানা ফজলুর রহমান, যুব মজলিস কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি মাওলানা আব্দুল হামিদ, সহসভাপতি মহাম্মাদ শামসুল আলম, বাইতুল মাল সম্পাদক মুহাম্মাদ হাবিবুর রহমান, আব্দুল মুমিন প্রমূখ।
-কেএল