আওয়ার ইসলাম: জামালপুরের চিকিৎসক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় কর্মবিরতি পালন করছে ডাক্তাররা।
আজ বুধবার সকাল থেকে নেত্রকোনা স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) উদ্যেগে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি শুরু হয়।
নেত্রকোনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. রিয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জেলার বিভিন্ন উপজেলা চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
এদিকে, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা সকাল থেকে বন্ধ রয়েছে। শুধুমাত্র জরুরি বিভাগ খোলা রয়েছে। এতে করে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন দূরদুরান্ত থেকে আসা রোগীরা। এছাড়াও জটিল রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে বিপাকে পড়েছেন।
নেত্রকোনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. রিয়াদ জানান, জামালপুরে চিকিৎসাকের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার না হলে এই কর্মবিরতি অব্যাহত থাকবে।
-এএ