কোম্পানিগঞ্জ প্রতিনিধি: খেলাফত মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ বলেছেন, দেশে মুসলমানদের ঈমান-আকীদার, তাহযিব তামাদ্দুনের উপর একের পর এক পরিকল্পিত আঘাত করা হচ্ছে। দেশে দূর্নীতি, জুলুম, নির্যাতনের মহোৎসব চলছে। জণগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতি আর ফ্যাসিবাদী দুঃশাসনে জনগণ আজ পিষ্ট। সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় স্বাতন্ত্রতা সমুন্নত রাখতে ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলাফত রাষ্ট্রব্যবস্থার বিকল্প নাই। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
সোমবার (২৮ ডিসেন্বর) সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজারে সংগঠনের ৩১ তম প্রতিষ্টা বার্ষিকী দাওয়াত ও গণসংযোগ ২০২০ উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিস ৬ নং দক্ষিন রণীখাই ইউনিয়ন শাখার উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিন রনিখাই ইউপি শাখার সভাপতি মাওলানা খাইরুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা সামসুদ্দিন আহমদ ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মইন উদ্দিন আহমদ।
সমাবেশ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- খেলাফত মজলিস সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক অধ্যাপক এডভোকেট ফজর আলী, জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-হাদী, জেলা খেলাফত মজলিসের অন্যতম নেতা হাফিজ সাজিদুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা খেলাফত মজলিস নেতা মাওলানা হুসাইন আহমদ, সিলেট সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা কে এম রফিকুজ্জামান, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি ফখরুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা আতিকুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের নির্বাহী সদস্য মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মুখলিছুর রহমান, মৌলভী নূরুল হক্ব, হাফিজ খয়রুল হুদা, ৬ নং দক্ষিণ রনীখাই ইউপি সহ-সভাপতি মাওলান মুজাম্মিল আলী, হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, হাফেজ এনামুল হক্ব, মাওলানা ফারুক আহমদ, হাফেজ মাওলানা বেলাল, যুবদল নেতা ফরিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা খলিল মিয়া প্রমুখ।
সিলেট সদর উপজেলা খেলাফত মজলিসের উপদেষ্টা বড়ফৌদ মেগার গাঁও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল করিমের মুনাজাতের মধ্যে দিয়ে সমাবেশ শেষ হয়।
-এএ