বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সরকারের বিশেষ ঋণ পেল যশোরের ৮০ ফুলচাষি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি প্রণোদনার ঋণ পেলো যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর ৮০ জন ফুলচাষি। গতকাল
বৃহস্পতিবার (২৪শে ডিসেম্বর) বিকেলে ঘর্ণিঝড় আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্ত ফুলচাষিদের মাঝে এ ঋণ দেয়া হয়।

সরকারি প্রণোদনার ঋণ পেল যশোরের ৮০ ফুলচাষি

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি ও মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে পানিসারা ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুলচাষিরা ঘর্ণিঝড় আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের কাছে বিশেষ ঋণপ্রাপ্তির আবেদন করেন। তাদের আবেদনে সাড়া দিয়ে সরকারের পক্ষ থেকে এ ঋণ প্রদান করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে ৮০জন ফুলচাষির মাঝে ৪২ লাখ ৪০হাজার টাকা ঋণ প্রদান করা হয়। বক্তারা ঋণ গ্রহণকারী চাষিদের সঠিক সময়ে ঋণ পরিশোধের আহবান জানান। যাতে আগামীতে অন্য চাষিরাও এ সুবিধা পেতে পারেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ