বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

রমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চতুর্থ শ্রেণির কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটির জেরে অনির্দিষ্টকালের ধর্মঘটে বসে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শুক্রবার সকাল ৬টা থেকে তারা এই ধর্মঘটের ডাক দেন বিকেল সাড়ে ৫টায় ধর্মঘট প্রত্যাহার করেন।

আজ সন্ধ্যা সোয়া ৬টায় এ তথ্য জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন নব্বী লাইজু।

ইন্টার্ন চিকিৎসকদের সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক রোগীর ছাড়পত্র দেয়াকে কেন্দ্র করে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী শহিদুল ইসলাম একজন ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অসৎ আচরণ করেন। এর প্রতিবাদে কার্ডিওলজি বিভাগের বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা শুক্রবার সকাল থেকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘটে বসে। ধর্মঘটে হাসপাতালের অপর ইন্টার্ন চিকিৎসকরাও যোগ দেন। ফলে রমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগে পড়েন।

ইর্ন্টান চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সানাউল হুদা রিয়াদ জানান, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছি।

এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার রুস্তম আলী জানান, ইন্টার্ন চিকিৎসকরা পূর্ব ঘোষণা ছাড়াই কোনো আলোচনা না করে আকস্মিক ধর্মঘট শুরু করে। এ নিয়ে আলোচনায় বসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন নব্বী লাইজু জানান, সৃষ্ট ঘটনায় আলোচনায় বসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদানের পরে ইন্টার্ন চিকিৎসক পরিষদ রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অর্নিদিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ