মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি>
হাটহাজারী পৌরসভাস্থ আলীপুর রশীদিয়া নূরানী তালীমুল কুরআন মাদরাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মহিলা শাখা উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার প্রধান উপদেষ্টা মাওলানা ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
সেমিনারে নূরানী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, আদর্শ সমাজ গঠন করতে চাইলে, পারিবারিকভাবে শান্তিতে থাকতে চাইলে শিশুদের ধর্মীয় শিক্ষিত করতে হবে। শিশুমনে ঈমানের বীচ বপন করতে হবে। আর এটার অন্যতম মাধ্যম হলো, নূরানী শিক্ষাব্যবস্থা। তাই আমাদের উচিত আমাদের সন্তানকে নূরানী মাদরাসায় দিয়ে দীনি শিক্ষায় শিক্ষিত করা। বিশেষ করে মেয়েদের দীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। মেয়েদের দীনি সার্বিক বিষয়াদি বিবেচনা করে আমরা মহিলা শাখাও উদ্ভোধন করতে যাচ্ছি।
মাদরাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা ইসমাঈল ইশরাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, হাটহাজারী মাদরাসার পরিচালনা পরিষদের সদস্য মাওলানা ইয়াহিয়া, মাওলানা আহমদ দীদার কাসেমী, মাওলানা কারী মুঈনুদ্দীন, মাওলানা জাফর আহমদ, মাওলানা জমীর উদ্দিন, মাওলানা হাবীবুল হক বাবু, মাওলানা নাছির উদ্দীন মুনির, হাফেজ মাওলানা ইলিয়াস, হাফেজ মাওলানা ইদরিস,
মাওলানা আলী আকবর, মাওলানা অাখতার হোসাইন, মাওলানা ইশতিয়াক সিদ্দিকী প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিদের মাধ্যমে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
-এটি