আওয়ার ইসলাম: পঞ্চগড় পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদসহ ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, আজ দুপুরে পৌরসভার জালাসী ও হঠাৎপাড়ায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলাম। এ সময় লাঠিসোটা নিয়ে যুবলীগকর্মী মনির, রাজুসহ কয়েকজন যুবক তাদের ওপর হামলা করে।
এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন রনিকসহ যুবদল ও ছাত্রদলের চারজন আহত হন।
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের নির্দেশে এ হামলা হয়েছে অভিযোগ করেন তৌহিদুল ইসলাম।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই এমপি গত মঙ্গলবার স্থানীয় হিমালয় পার্কে সভা করেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী।
-এএ