আওয়ার ইসলাম: পঞ্চগড় চিনিকল চালুর দাবিতে আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা মিলের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে পঞ্চগড় চিনিকলের প্রধান ফটকের সামনে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বিক্ষোভ ও সমাবেশে পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ আখচাষি ও শ্রমিক কর্মচারীরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে পঞ্চগড় চিনিকল চালুর জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
শত শত শ্রমিক-চাষিরা এতে অংশ নিয়ে বিক্ষোভ করেন। এ সময় মিলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত লাখ লাখ শ্রমিক কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করে স্লোগান দিতে থাকেন তারা।
এর আগে আখ মাড়াই স্থগিতের সিদ্ধান্ত বাতিল করে মিল চালুর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন রংপুর চিনিকলের শ্রমিক ও আখচাষিরা।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক ও আখচাষিরা। অবিলম্বে রংপুর চিনিকল চালু না করলে কঠোর কর্মসূচির ঘোষণার কথাও জানান তারা।
সম্প্রতি চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে আখ মাড়াই স্থগিত করে দেয়ার সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে মিলের চাকা সচল করার দাবি জানান তারা।
অবরোধ চলাকালে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহসম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, আখচাষি কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, সহসম্পাদক আব্দুর রশিদ ধলু, ইক্ষু উন্নয়নকর্মী সংসদের সম্পাদক শাহজাহান আলী প্রমুখ বক্তব্য দেন।
গত ২ ডিসেম্বর থেকে অব্যাহতভাবে তারা এ আন্দোলন চালিয়ে আসছেন। লোকসানের অজুহাতে গাইবান্ধা জেলার কৃষিভিত্তিক একমাত্র ভারীশিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলসহ ৬টি চিনিকলে আখমাড়াই বন্ধ রাখার প্রতিবাদে ২ ডিসেম্বর থেকে মহিমাগঞ্জে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন সহস্রাধিক আখচাষি ও শ্রমিক-কর্মচারী।
প্রসঙ্গত, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার সদর দফতর থেকে এর আওতাধীন ১৫টি চিনিকলের মধ্যে ২০২০-২০২১ মৌসুমে ৬টিতে মাড়াই বন্ধ রেখে ৯টি চিনিকলে আখমাড়াই করার নির্দেশনাসংবলিত একটি চিঠি পাওয়ার পর বিক্ষোভে ফেটে পড়েন আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা। ওই দিনও সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের চিনিকলের সামনের কয়েকটি স্থানে মোটরের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন।
-এএ