আওয়ার ইসলাম: শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২০-২১ এর উদ্যোগ গ্রহণ করেছে বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠান ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন। বুুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচিতে রয়েছে- ১. প্রত্যক জনশক্তি কমপক্ষে একটি করে শীতবস্ত্র বিতরণ করবে।
২. অসহায় দরিদ্র ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।
৩. এতিম, পথশিশু, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
৪. শীতবস্ত্র বিতরণে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করণ।
৫. মানবতার দেয়াল তৈরির উদ্যোগ গ্রহণ।
৬. শীতবস্ত্র সংগ্রহ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুলতান মাহমুদ বিন সিরাজ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যাদের দু'টি শীতের জামা আছে, আসুন একটি অসহায়দের দিয়ে দেই। তাদের মুখে হাসি ফুটাতে সামান্য একটু এগিয়ে আসি। মানুষকে ভালোবাসার মধ্যেই প্রকৃত সুখ, শান্তি এবং জীবনের সফলতা। আমাদের এ আয়োজনে কেউ শরীক হতে চাইলে পারবেন। সকলের আন্তরিক দু'আ ও সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, ফাউন্ডেশনটি গত রমযান থেকে একের পর এক প্রশংসনীয় উদ্যোগগ্রহণ করছে। মানবতার সেবার পাশাপাশি ইসলামেরও বিভিন্ন খেদমত করে আসছে ব্যতিক্রমধর্মী এ প্রতিষ্ঠানটি।
-এএ