নিজস্ব প্রতিবেদক: ব্লাড গ্রুপিং এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘খেদমতে খলক ফাউন্ডেশন’ এর নাটোর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’।
সংগঠনের বড়হরিশপুর ইউনিট শাখার আয়োজনে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত আল জামিয়াতুল ইসলামিয়া এমদাদুল উলুম হাকিমাবাদ মাদরাসায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বৃহত্তর সংগঠন ঈমান আক্বিদা সংরক্ষণ পরিষদের উপদেষ্টা সম্পাদক ও আল জামিয়াতুল ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ইলিয়াছ কাসেমী।
ক্যাম্পেইনে স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘খেদমতে খলক ফাউন্ডেশন একটি সাহসী সংগঠন। রক্তদান একটি সাহসী কাজ, আর সাহসী কাজ করতে হয় ইয়াং জেনারেশনকে। যে রক্ত দিতে পারে সে নিঃসন্দেহে ভালো কাজ করে।’
অনুষ্ঠানের প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, খেদমতে খলক ফাউন্ডেশনের চেয়ারম্যান মিনহাজ উদ্দীন আত্তার। তিনি বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করে থাকি, এতে অসচেতন ছাত্র নিজের ব্লাড গ্রুপ জানতে পারে এবং তারা পরস্পরের বিপদে রক্ত দিয়ে সহযোগিতা করতে পারে। যে কোন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে সেখানে ছুটে চলেন এ গ্রুপের সদস্যরা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মুফতি আরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন- মাওলানা মুফতি শাহাদাত হোসেন, মাওলানা মুফতি রাকিবুল ইসলাম, মাওলানা মুফতি আবুল হাশেম, মাওলানা মোস্তাফিজুর রহমান, হাফেজ মাহিরুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি আবদুল কাদের জিলানী, কাওসার হোসেন প্রমুখ।
-এএ