মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি
উপমহাদেশের অন্যতম দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ১২০ তম বার্ষিক দীনি মাহফিল আগামী ১লা জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, মাহফিলকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে। সামিয়ানা টানানোর জন্য মাঠে খুঁটি গাড়ার কাজ চলছে। প্রতি বছরের ন্যায় এ বছরও উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগের প্রথম বর্ষের ছাত্ররা কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে।
এদিকে কাজের অগ্রগতি দেখতে আজ মঙ্গলবার সকালে মাঠ পরিদর্শন করেছেন, জামিয়ার শিক্ষাপরিচালক, শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
গত ১৫ ডিসেম্বর থেকে হাটহাজারী মাদরাসা ছুটি চলছে। বর্তমানে মাদরাসার শিক্ষক ও ছাত্ররা মাহফিলের কাজে দেশের বিভিন্ন প্রান্তে নিরলস কাজ করে যাচ্ছেন।
হাটহাজারী মাদরাসার বার্ষিক দীনি মাহফিলের অন্যতম আকর্ষণ হলো, প্রতি বছরের ন্যায় এবারও জামিয়ার দাওরায়ে হাদীস ফারেগ দুই হাজারের অধিক ছাত্রকে সম্মানসূচক পাগড়ি প্রদান করা হবে।
এমডব্লিউ/