বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ সভাপতিসহ তিনজন রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় বাঘা যতীনের আবক্ষ ভাস্কর্য ভাঙচুরের মামলায় যুবলীগ সভাপতিসহ তিন আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট সেলিনা খাতুন রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে গত ১৯শে ডিসেম্বর সন্ধ্যায় এ মামলায় তিনজন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেককে সাত দিনের করে রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করে কুমারখালী থানা পুলিশ।

জানা যায়, আসামিরা হলেন- কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়া ফুলতলা গ্রামের বাসিন্দা মহিরুদ্দিন সেখের ছেলে আনিচুর রহমান আনিচ, নাসির উদ্দিনের ছেলে সবুজ হোসেন এবং বুদ্দিন মণ্ডলের ছেলে হৃদয় হোসেন।

এদিকে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, ‘বাঘা যতীনের আবক্ষ ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ