বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

করোনায় সিলেটে ২০ দিনে প্রাণ হারালেন ১৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস আক্রান্তে মৃত্যুর সংখ্যা দিন দিনি বেড়েই চলছে সিলেটে। গত ২০ দিনে মারা গেছে ১৭ জন। সেই সঙ্গে বাড়ছে রোগীর সংখ্যা। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শীত মৌসুমের আগে নতুন করে করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুতি নেয়া হয়েছে। এ কারণে চিকিৎসা পাচ্ছে করোনা আক্রান্তরা।

প্রশাসন বলছে, করোনাভাইরাস মোকাবিলায় সিলেটে এরই মধ্যে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষ করে আকাশ পথে যারা আসছেন তারা করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসছেন।

এদিকে গত নভেম্বর মাসে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। আগষ্ট থেকে অক্টোবর পর্যন্ত সিলেটে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ছিল কম। শনাক্ত ও ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল নিম্নগামী। কিন্তু শীত বেড়ে যাওয়ার কারণে রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

সিলেটের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত অক্টোবর মাসের শেষদিন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা যান ২৩৩ জন। আর পুরো নভেম্বর মাসে প্রাণহানি ঘটে ১১ জনের। তবে চলতি মাসে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বেড়েছে মৃত্যুর হারও। চলতি মাসের ২০ দিনে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৭ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট মৃত্যু হয়েছে মোট ২৬১ জনের।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ