আওয়ার ইসলাম: সেবামূলক প্রতিষ্ঠান আল-বারাকাহ ফাউন্ডেশন ও তাকওয়া নিডী ট্রাস্টের উদ্যোগে সিরাতগ্রন্থ বিতরণ ২০২০-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সর্বস্তরে রাসূলের সিরাত পৌঁছে দেয়ার লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সিলেটের ইরশাদুল কুরআন মাদরাসায় সিরাতগ্রন্থ বিতরণ করা হয়। মাদরাসার ত্রিশজন শিক্ষার্থীদের মাঝে ফ্রি সিরাতগ্রন্থ বিতরণ করা হয়।
শফিকুর রহমানের সভাপতিত্বে ও মুফতি যুবায়ের সরকারের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত করেন হাফিজ আবির আয়মান এনামী।
নাত পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠী সিলেটের পরিচালক আরাফাত হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার মেম্বার হাফিজ মাওলানা ইসমাইল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আল-বারাকাহ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও তাকওয়া নিডী ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি মুফতি শাহ মুহিউদ্দীন বলেন, সমাজে প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের আদর্শ বাস্তবায়ন হোক আমাদের জীবনের লক্ষ্য। তিনি সম্মানিত দাতাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাাদরাসার পরিচালক হাফিজ মাওলানা আব্দুল্লাহ, জাবেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ জাবেদ খান। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মেম্বার হাফিজ মাওলানা ইমদাদুল হক ফরহাদ, আফফান খলীল, আবু রায়হান, যুবায়ের আহমদ প্রমূখ।
উল্লেখ্য, আল-বারাকাহ ফাউন্ডেশন ১৬-১২-২০২০ তারিখে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী আসাদ রহমান (শহীদ)। তাকওয়া নিডী ট্রাস্ট ইউকেতে ২০১৩ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদ রহমান। এই উভয় সেবামূলক প্রতিষ্ঠান দেশ-জাতির বিভিন্ন খেদমতে অবদান রাখতে সক্ষম হচ্ছে। গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে। নানা দূর্যোগে মানুষের মধ্যে জরুরি খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
-আব্দুল্লাহ আফফান/কাউসার লাবীব