আলী যুবায়ের খান
ফুলপুর প্রতিনিধি>
আল্লামা নুর হোসাইন কাসেমী র. এর স্মরণে ময়মনসিংহের জামতলিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বাদ মাগরিব জামতলির 'কোরআন নিকেতন' মাদরাসার ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
'আবনায়ে কোরআন নিকেতন'র উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা কাসেমী র. এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা জাবের কাসেমী।
কোরআন নিকেতন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা অলি উল্লাহ সুবহানির উপস্থাপনায়, মহাপরিচালক মাওলানা নুরুল আবসার মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- মুফতি ইনআম হাসান, মুফতি মাহমুদ হাসান, মাওলানা আবু রায়হান, মাওলানা নুরুদ্দিন সরকার, মাওলানা আনাস হাসান, মাওলানা সাজিদুর রহমানসহ আল্লামা কাসেমী র. এর ছাত্র, সাগরেদ ও ভক্তবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাবের কাসেমী বলেন, আব্বাজান র. সবসময়ই চাইতেন তার শাগরেদদের মধ্যে যার যে যোগ্যতা সে অনুযায়ী সে যেনো দ্বীনের যে কোনো শাখায় লেগে থাকে।
তিনি আরও বলেন, আব্বাজান র. যতবার ময়মনসিংহ সফরে এসেছেন, এতো বার যাননি। তাই ময়মনসিংহের সাগরেদদের কাছে আমার অনুরোধ, আব্বাজানের কোনও স্মৃতি, ওয়াকেআত বা গুরুত্বপূর্ণ বাণী আপনাদের কাছে বা ডাইরিতে লিপিবদ্ধ থাকে, তাহলে তা আমাদের সাথে শেয়ার করবেন, যাতে করে উনার স্মারক তৈরির সময় তা লিখতে পারি এবং এর দ্বারা যাতে পরবর্তী প্রজন্ম শিক্ষা লাভ করতে পারে।
সভাপতির বক্তব্যে মাওলানা মাসুম আল্লামা কাসেমী র. এর সাথে সংশ্লিষ্ট অনেক বিষয়ের স্মৃতি ব্যক্ত করেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন কোরআন নিকেতন মাদরাসার মহাপরিচালক মাওলানা নুরুল আবসার মাসুম।
-এএ