বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

রামগড় আজিজুল উলুম মাদরাসার মজলিশে আমেলার বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. আবদুল হান্নান মানছুর
রামগড় (খাগড়াছড়ি) থেকে>

উত্তর ফটিকছড়ির প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম (কাজীবাড়ী) মাদরাসায় মজলিশে আমেলার জরুরি বৈঠক শনিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে মাদরাসার মুতাওয়াল্লি ও মজলিশে আমেলার প্রধান মাওলানা কাজি করিমুল হক বৈঠকে লিখিত সিদ্ধান্তবলী পাঠ করে শুনান।

তিনি বলেন, মাদ্রাসাটি বর্তমান মুহতামিম মাওলানা শায়খ মিজানুর রহমান বছরের প্রায় বেশির ভাগ সময় প্রবাসে কাটান। দীর্ঘ কয়েকবছর ধরে মাওলানা ওবায়দুল হক নায়েবে মুহতামিম হয়েও ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব পালন করছেন। তাই বৈঠকে সকলের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা ওবায়দুল হককে মাদরাসার মুহতামিম, মাওলানা শায়খ মিজানুর রহমানকে ছদরে মুহতামিম ও মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা কারী ওয়ালি উল্লাহকে মুঈনে মুহতামিম ঘোষণা করছি।

এ সময় নবনিযুক্ত মুহতামিম মাওলানা ওবায়দুল হক তার শারীরিক অসুস্থতা জনিত কারনে তার উপর দীর্ঘদিনের প্রাধান কোষাধ্যক্ষে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বশর (কাতেব সাহেব হুজুর) কে কোষাধ্যক্ষে দায়িত্বে মনোনীত করেন।

বৈঠকে মজলিশে আমেলার ৭ সদস্য উপস্থিত ছিলেন, মাওলানা কাজী করিমুল হক, মাওলানা ওবায়দুল হক চৌধুরী, মাওলানা কারী ওয়ালি উল্লাহ, মাওলানা কাজী হারুন, মাওলানা কাজী আহমদ দিদার, মাওলানা আবুল বশর, মাওলানা মুফতি মিজান সিরাজ ফেনবী।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ