বেলায়েত হুসাইন
স্পেশাল করেসপন্ডেন্ট
বৃহ্ত্তর ফরিদপুরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া শামসুল উলুম (খাবাসপুর মাদরাসা)-এর ৫১ তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) সম্পন্ন হয় এ মাহফিল। প্রধান বক্তা হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক উপস্থিত থাকার কথা থাকলেও তার অনুপস্থিতিতেই মাহফিলটি সম্পন্ন হয়।
তবে অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ যথাসময়ে মাহফিলে বয়ান পেশ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া বারিধারা-ঢাকার ভারপ্রাপ্ত মুহতামিম আল্লামা নাজমুল হাসান। বিশেষ বক্তা হিসেবে বয়ান করেছেন দারুল উলুম রাহমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাসান জামিল এবং কেরাত পাঠ করেছেন মাহফিলের প্রধান আকর্ষণ শায়খ কারী আহমাদ বিন ইউসুফ আল আজহারী।
খাবাসপুর মাদরাসার মুহতামিম মুফতী কামরুজ্জামানের সভাপতিত্বে ঐতিহাসিক এই মাহফিল মধ্যরাতে সমাপ্ত হয়। তিনি মাহফিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
এমডব্লিউ/