বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ইসলামী শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি থেকে>

ইসলামী শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩ টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে নবাগত সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের গৌবোজ্জ্বল ভূমিকার রয়েছে, মহানবী সা. ঘাম শুকানোর আগেই শ্রমিকদের মজুরি আদায়ের আদেশ দিয়েছেন। মালিক যা খাবেন-পরবেন শ্রমিকদেরও তা খেতে পরতে দিতে মহানবী সা. নির্দেশ দিয়েছেন। অতএব শ্রমিকরা শাক-সবজি খাবে আর শ্রমিকদের হাড়ভাঙ্গা ঘামের টাকা দিয়ে মালিকরা কোরমা-পোলাও খাবে তা হতে দেয়া যায় না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ-সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব জান্নাতুল ইসলাম ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আলহাজ্ব শিকদার।

মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন- ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ডা. মিরাজুল ইসলাম, জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, শ্রমিক আন্দোলনের উপদেষ্টা আব্দুল জব্বার গাজী, জেলা সেক্রেটারী মোঃ আল-আমিন, সাবেক ছাত্র নেতা মাওলানা কাউছার আজিজী, বামুক খাগড়াছড়ি সদরের সভাপতি আব্দুল লতিফ, ইসলামে আন্দোলনের সদর উপজেলা সভাপতি মোঃ আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলম হোসেন, ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ বলেন, স্বাধীনতার ৪৯বছর পেরিয়ে গেলেও শ্রমজীবী মানুষ আজও তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। যে শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে কারখানায় কাপড় তৈরি করছে তার ছেলে মেয়েরা কাপড় পরতে পারছে না। যে শ্রমিক লক্ষ কোটি মানুষের জন্য ঔষধ তৈরি করছে তার ছেলেমেয়েরা চিকিৎসায় ঔষধ পাচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ