বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

বগুড়ায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মাদরাসাছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাসান (৭) নামে এক হাফেজিয়া মাদরাসার ছাত্র নিহত হয়েছে। এ সময় তার ভগ্নীপতিসহ তিন শিশু শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করতে গিয়ে রকেট নামে এক ড্রাইভারও আহত হন।

গতকাল বুধবার সকালে শহরতলির গোকুল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, বগুড়া সদরের মহাস্থান নামাপাড়ার ব্যবসায়ী আবদুর রহিমের একমাত্র ছেলে তানভীর হাসান গোকুল এলাকায় ছওতুল কুরআন হাফেজিয়া মাদরাসায় হেফজ বিভাগে পড়তো। মামাতো ভগ্নিপতি ইসরাফিল হোসেন প্রতিদিন তার দুই ছেলে, শ্যালক তানভীর ও প্রতিবেশীর ছেলেকে মোটরসাইকেলে মাদরাসায় পৌঁছে দেন।

বুধবার সকাল ৮টার দিকে তিনি নিজের দুই ছেলেসহ চার শিশুকে মোটরসাইকেলে নিয়ে মাদরাসার দিকে রওনা হন। গোকুল এলাকায় মহাসড়কে পৌঁছলে বগুড়া ছেড়ে আসা রংপুরগামী একটি বাস সামনে থেকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ইসরাফিল ও চার শিশু শিক্ষার্থী মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যান।

এ সময় পিছনে থাকা বালুবাহী একটি ট্রাক তানভীরের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলে হাফেজিয়া ছাত্র তানভীনের মৃত্যু হয়। আহত অপর তিন শিশু শিক্ষার্থী ও চালক ইসরাফিল সামান্য আহত হয়েছে। তাদের উদ্ধার করতে এসে ট্রাকের ধাক্কায় রকেট নামে এক ড্রাইভারও আহত হন।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। এলাকাবাসীরা ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ