মুহাম্মদ বিন ওয়াহিদ: আজ মহান বিজয় দিবস। ১৯৭১ এর এ দিনে পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীর হাত থেকে তৎকালীন পূর্বপাকিস্তান তথা বাংলাদেশের বীর সন্তানেরা বিজয় ছিনিয়ে এনেছিলেন। এই মহান অবদানকে স্মরণ করে ময়মনসিংহের ভালুকায় মাদরাসায় মাদরাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ জিয়াউর রহমান এবং দেশ রক্ষায় জীবন উৎসর্গকারী সকল মুক্তিযোদ্ধার জন্য পবিত্র কুরআন শরিফ খতম করে দুআ অনুষ্ঠান করছেন মাদ্রাসা কর্তৃপক্ষগণ।
আজ সকাল সাড়ে নয়টায় এই প্রতিবেদক ভালুকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মাদ্রাসায় স্ব-শরীরে উপস্থিত হন। মাদ্রাসার ছাত্র শিক্ষকরা বিজয় দিবস কীভাবে উদযাপন করছেন, তার খোঁজ খবর নেন।
ভালুকা থানাধীন চানপুর বাজার থেকে কিছুটা দক্ষিণে ১ কি.মি. মেঠোপথ পেরোলেই দক্ষিণ চানপুর বুড়ির পুকুরপাড়-খ্যাত নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। এটি একটি নতুন প্রতিষ্ঠান। ভর্তির কার্যক্রম সবে শুরু হয়েছে। এই প্রতিবেদক পৌঁছার পরেও ভর্তির জন্য ছাত্র-অভিভাবকদের জটলা দেখা যায়।
মাদরাসার শিক্ষক মাওলানা জুনায়েদ আল হাবীব জানান, মাদ্রাসা সংশ্লিষ্ট স্কুলে একটু আগেই তিনি শহিদদের জন্য দুআ পরিচালনা করেছেন। ব্যস্ততার কারণে পতাকা কেনা হয়নি। তবে, মাদ্রাসার ভর্তির কার্যক্রম শেষ হলে ৭১ এর বীর শহিদদের জন্য সব শিক্ষার্থীকে নিয়ে দুআ অনুষ্ঠান করবেন বলেও জানান তিনি।
ভালুকা গোবুদিয়া কেরাতুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা। বিজয় দিবস উপলক্ষে এই প্রতিষ্ঠানটি সকল শ্রেণির ক্লাস বন্ধ রেখেছে। কথা হয় মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহদি হাসানের সঙ্গে। তিনি বলেন, আমরা পতাকা ব্যবস্থা করছি। জোহরের পর সব শিক্ষার্থীকে নিয়ে দুআ অনুষ্ঠান করা হবে।
মল্লিকবাড়ী আল হেরা দারুল উলুম মাদ্রাসায় গেলে দেখা হয় প্রতিষ্ঠানটির বয়োবৃদ্ধ শিক্ষক হাফেজ আবু সাঈদের সঙ্গে। তাকে জিজ্ঞেস করা হয়, আজ কী দিবস? তিনি উত্তর দেন বিজয় দিবস। তার কাছ থেকে নাম্বার নিয়ে মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়াকে ফোন দেওয়া হয়। বিজয় দিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান আপাততো তারা করতে পারছেন না। কারণ, মাদ্রাসায় ছুটি চলছে। ছাত্ররা এলে দুআ অনুষ্ঠান করবেন।
মল্লিকবাড়ী বাজার দারুস সুন্নাহ নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মল্লিকবাড়ী সালিহিয়া দ্বীনিয়া মাদ্রাসা, ডাকাতিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, ডাকাতিয়া বিন্নুরিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসাসহ প্রায় সবগুলো মাদ্রাসার দৃশ্য একই রকম।
ব্যতিক্রম দৃশ্য দেখা যায় ডাকাতিয়া গ্রামে অবস্থিত জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায়। এখানে ছুটি চললেও সকাল থেকেই মাদ্রাসার মাঠে পতাকা ওড়ানো হয়েছে। সেই সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজের পর বীর শহিদদের জন্য দুআও করা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ।
এমডব্লিউ/