বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কিশোরগঞ্জে ইশা ছাত্র আন্দোলন এর বিজয় দিবসের আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি

ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মুহা. আবরারুল হকের সভাপতিত্বে ‘মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইউনিয়ন-ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ ডিসেম্বর( বুধবার) কিশোরগঞ্জের শোলাকিয়ায় ইশা ছাত্র আন্দোলনের অফিসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বি. সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন পদ্মাসেতুর স্রোতে আমরা খুব উচ্ছ্বসিত অথচ আমরা কেউ এ প্রশ্ন তুলিনা যে স্বাধীনতার পর ৫০ বছর লাগলো কেনো দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা করতে? আমাদের সকল ক্ষেত্রে পরাধীন করা হচ্ছে। সাথে সাথে আমরা যে পরাধীন সেই অনুভূতিও জাগ্রত হতে দিচ্ছে না। যা দেশের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও বলেন, বাংলাদেশে যে যত বেশি শিক্ষিত তার বেকারত্বের সম্ভাবনা তত বেশি। সুতরাং ছাত্রদের পড়াশোনার পাশাপাশি দক্ষ হয়ে উঠতে হবে। ছাত্র সমাজ বিজয়ের মাসে নিজেকে দক্ষ ও নৈতিকতা সমৃদ্ধ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় গ্রহণ করতে হবে।

এতে প্রধান বক্তার আলোচনা করেন, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, ছাত্রনেতা সুলাইমান দেওয়ান সাকিব। বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি, হা. মাও. আলমগীর হুসাইন তালুকদার, বামুক কিশোরগঞ্জ জেলার সম্মানিত ছদর মাও. শফিকুল ইসলাম ফারুকী, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, বামুক কিশোরগঞ্জ জেলার সেক্রেটারি মাও. নোমান আহমাদ, সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য, কিশোরগঞ্জ জেলার সাবেক সভাপতি, ছাত্রনেতা মুহা. মাজহারুল ইসলাম মারজান, কিশোরগঞ্জ জেলার সাবেক সভাপতি, কেন্দ্রীয় শুরা সদস্য ছাত্রনেতা জোবায়ের আহমান, কেন্দ্রীয় শুরা সদস্য আল-আমিন সিদ্দিকী প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ