বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবিতে নববধূ ও তিন শিশুসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত ১২ জন।

নিহত ব্যক্তিরা হলেন তাছলিমা (২১), আপরিনা আক্তার লামিয়া (২) আসমা বেগম (১৯), লিলি আক্তার (৮), হোসনে আরা রূপা (৫), রাহেনা আক্তার (৩০) ও নূরজাহান বেগম (৬৫)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাতজনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে হাতিয়ার চানন্দি ইউনিয়নের কেরিংচর থেকে বরযাত্রীবাহী ওই ট্রলার মেঘনার ঢালচরের দিকে যাচ্ছিল।

ট্রলারটি হাতিয়া-রামগতি কাছে মেঘনা নদীর মাঝপথে এলে অতিরিক্ত স্রোতের কবলে পড়ে উল্টে গিয়ে ডুবে যায়। এরপর ৪০ জন যাত্রী সাঁতরে ও মাছ ধরার ট্রলারের মাঝি ও স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হয়। এ দুর্ঘটনায় নববধূ, তিন শিশু ও তিন নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি আরো জানান, স্থানীয়দের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ডের পাশাপাশি থানা পুলিশও কাজ করছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ