নাদিম হাসান: ময়মনসিংহে বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাগলা থানা শাখা (আঞ্চলিক শিক্ষা বোর্ড) আয়োজনে শামসুল উলূম কওমী মাদরাসা মাঠে মঙ্গলবার বাদ যোহর পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৮৭জনকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার দেয়া হয়।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ সভাপতি ও (বেফাক) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও জামিআ' ফয়জুর রহমান রহ. এর প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মাও. আব্দুল হক বলেন, হালাল গুনাহ মুক্ত রিজিক পেতে কওমী মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই।
এছাড়াও বক্তব্য রাখেন, জামিআ' এমদাদিয়া কিশোরগঞ্জের শায়খুল হাদীস মাও. ইমদাদুল্লাহ, মিরপুর আরজাবাদ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আনোয়ার মাহমুদ, দুগাছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মাও. মাহমুদুল হাসান সালমানী, আলহাজ্ব সালেহ আহমদ, মাও. রশিদ আহমদ, মাও. নূরুল আমিন, মাও. নাদিম হাসান প্রমূখ।
অনুষ্ঠান শেষে আঞ্চলিক বোর্ডের অধীনে বার্ষিক পরিক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের মধ্যে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
-এএ