বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে দাওয়াতী মাসের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে দলের দাওয়াতী মাসের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলামি বোধ-বিশ্বাস পরিপন্থী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ বন্ধ করুন।জুলুম, শোষণ, অন্যায় ও পৌত্তলিক সংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

এসময় মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন,হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়বে আমীর মুফতি ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের আহবান জানান।

জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমানের পরিচালনায় দাওয়াতী মাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী,জেলা সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মালিক,সহ সাধারণ সম্পাদক কাজী জুনাইদ আহমদ,সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম,প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মদ মাহবুবুল হক, ওসমানী নগর উপজেলা সভাপতি মাওলানা জিয়া উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, জকিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল খালিক,বালাগঞ্জ উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ ইসলাহ প্রমুখ।

দাওয়াতী মাসের উদ্বোধনী অনুষ্ঠানে দলের আদর্শ ও লক্ষ্যের সাথে একমত পোষণ করে যোগদান করেন হাফিজ মাওলানা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।অনুষ্ঠানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয় এবং জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা শাখায় দাওয়াতী মাসের প্রচার-প্রকাশনা পত্র বিতরণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ