বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

বিপুল পরিমাণে জাটকা আটক করলো ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত নগরের ফিশারীঘাটে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। রোববার দুপুরে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

এ অভিযানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও কোস্ট গার্ড সদস্যরাও উপস্থিত ছিলেন। জব্দকৃত জাটকা মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে দুই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকার জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করলেও তা মানছেন না অনেক জেলে। ফিশিরীঘাটে জাটকা ইলিশ বিক্রির গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে প্রায় আড়াই হাজার কেজি জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় লাখ টাকা।

জাটকা বাজারজাতকরণের অপরাধে দুই বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে তাদেরকে সতর্কও করা হয়েছে। জব্দকৃত জাটকাগুলো গরিব, অসচ্ছল ছিন্নমূল ও এতিমখানার মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ