বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সুদের টাকার জন্য এক পরিবহন শ্রমিককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদের টাকা পরিশোধ করতে না পারায় বিল্লাল বিশ্বাস নামের এক পরিবহন শ্রমিককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে কালু বোড়া নামের একজনকে। নিহত বিল্লাল একই উপজেলার দীঘলিয়া গ্রামের মৃত ইশারত বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী জানিয়েছে, দীঘলিয়া গ্রামের বিল্লাল বিশ্বাস ছয় মাস আগে পাশের কুমড়ি গ্রামের সুদ-দাদন ব্যবসায়ী বাবু খানের কাছ থেকে ৬০ হাজার টাকা এবং এক বছর আগে একই গ্রামের কালু বোড়ার কাছ থেকে তিন লাখ টাকা ঋণ নেন। এরই মধ্যে বিল্লাল ওই ঋণের টাকার সুদ বাবদ বাবু খানকে দেড় লাখ ও কালু বোড়াকে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। এরপরও বাবু ও কালু আসল টাকার জন্য বিল্লালকে চাপ দিতে থাকে।

গত বুধবার রাতে তারাসহ ৮-১০ জন বিল্লালের বাড়ি গিয়ে বৃহস্পতিবার সকালে টাকা দেওয়ার জন্য বলে; অন্যথায় হত্যার হুমকি দিয়ে চলে যায়। তবে বিল্লাল টাকা দিতে পারেননি। সকালে সুদের কারবারি বাবু খান এবং তার দুই ছেলে রুবেল ও রানা দীঘলিয়া বাজার এলাকা থেকে বিল্লালকে তুলে নিয়ে নিজেদের বাড়িতে আটকে রাখে। সেখানে টাকার জন্য তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হলে তিনি মারা যান। দুই ঘণ্টা পর বাবুর দুই ছেলে ভ্যানে করে বিল্লালের বাড়িতে রেখে পালিয়ে যায়।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ