বেলায়েত হুসাইন: শতবর্ষ প্রাচীন রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (৩০ নভেম্বর) সোমবার, সকাল ১০টায় স্থানীয় জামিয়া আরাবিয়া শামছুল উলূম ফরিদপুর মাদরাসা মিলনায়তনে এ কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলার সভাপতি মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে ও ছাত্র নেতা মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদুল হক উমামা, বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বারিধারা ক্যাম্পাস শাখা সভাপতি মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসাইন সবুজ।
স্থানীয় জমিয়ত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, জমিয়ত নেতা মুফতি আমির হোসাইন, মাওলানা আব্দুল হালিম, মুফতি আবুল বাশার, মুফতি কুতুবুদ্দীন, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা ইলিয়াস, মাওলানা মুনির প্রমুখ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাজহারুল ইসলামকে সভাপতি, মশিউর রহমানকে সাধারণ সম্পাদক ও মাহফুজুর রহমানকে সাংগঠনিক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত কাউন্সিলরগণ হাত তুলে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন করেন।
এমডব্লিউ/