আওয়ার ইসলাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের কাঁঠালতলি গ্রামে শুক্রবার রাতে আগুনে ১২টি বসতঘর ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা নদী এবং পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চালায়। এ সময় ছোটাছুটি করতে গিয়ে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।
আহত কাঁঠালতলি গ্রামের মোহাম্মদ ইউনুছ জানিয়েছেন, রাত প্রায় সাড়ে ১১টার দিকে গ্রামের আব্দুল কুদ্দুচের বাড়ির রান্নাা ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তে পাশের বসতবাড়িতে ছড়িয়ে যায়। এলাকাবাসী চতুর্দিক থেকে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
রাত সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন থেকে দুই ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যাওয়া ঘরের মধ্যে কাঁচা, সেমিপাকা, পাকা এবং টিনের ঘর রয়েছে।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০/৮০ লাখ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কায়উম তালুকদার জানান, ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতাল এবং স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সাহায্য বিতরণের চেষ্টা চলছে।
-এএ